Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বিজয় ফুল’ তৈরি
বিস্তারিত

সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বিজয় ফুল’ তৈরি, গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কণ, একক অভিনয় এবং দলগত দেশাত্নবোধক ও জাতীয় সংগীত প্রতিযোগিতা’ আয়োজন প্রসঙ্গে।

সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প.ও অপা.) মহোদয়ের স্মারক নং ২৩৩/৬৪, তারিখ ০৯ অক্টোবর ২০১৮খ্রি.

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ১৪অক্টোবর ২০১৮ খ্রি. তারিখ নিম্নবর্ণিত নিয়ম অনুসরণ করে ‘বিজয় ফুল’ তৈরি, গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কণ, একক অভিনয় এবং দলগত দেশাত্ববোধক ও জাতীয় সংগীত প্রতিযোগিতা’র আয়োজনের মধ্য দিয়ে একদিন ব্যাপি ‘বিজয় ফুল উৎসব’ আয়োজন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল। 
 ১৬ ডিসেম্বর ২০১৮ মহান বিজয় দিবস উপলক্ষ্যে নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি এবং সংগ্রামী ইতিহাস জানাবার জন্য ‘বিজয় ফুল উৎসব’ আয়োজন করতে হবে।
 একক বিষয়: ১. বিজয়ফুল তৈরি ২. গল্প রচনা, ৩. কবিতা রচনা, ৪. কবিতা আবৃত্তি, ৫. চিত্রাঙ্কণ ৬. একক অভিনয়
 দলীয় বিষয়: ১. দেশাত্নবোধক সংগীত, ২. জাতীয় সংগীত
 প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির সকল শিক্ষার্থী ‘গ্রুপ-ক’ এর অন্তর্ভূক্ত হবে। 
 ‘বিজয় ফুল তৈরি’ প্রতিযোগিতার নিয়মাবলি:
 একটি স্লটে ১ ঘন্টায় শিক্ষার্থীরা শ্রেণিভিত্তিক ব্যক্তিগতভাবে এক বা একাধিক শাপলা ফুল তৈরি করবে।
 প্রস্তুতকৃত শাপলা ফুলের পাপড়ি হবে ৭টি।সবুজ জমিনে সাদা রং এর ম্যাটেরিয়ালে এ ফুল তৈরি করতে হবে। ফুলের দৈর্ঘ্য হবে ৬ সেন্টিমিটার । আনুপাতিকভাবে প্রস্থ নির্ধারিত হবে। কাগজ, কাপড়, প্লাস্টিক শিটসহ অন্য যেকেন সামগ্রী ব্যবহার করে এ ফুল তৈরি করতে হবে। 
 ফুলের উল্টো পিঠে নাম, শ্রেণি, রোল ও বিদ্যালয়ের নাম লিখতে হবে। 
 শ্রেণিভিত্তিক প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী পুরস্কৃত হবে। 
 শ্রেণিভিত্তিক প্রথম স্থান অধিকারির ফুল নিয়ে প্রতিযোগিতায় বিদ্যালয়ের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ফুল নির্মাতাকে পুরস্কার প্রদান করা হবে। 
 বিদ্যালয়ে ১ম স্থান অধিকারী উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় (সম্ভাব্য ২০ অক্টোবর ২০১৮ খ্রি.) অংশগ্রহণ করবে। উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য এ ফুল সংরক্ষণ করতে হবে। 
 শ্রেণিভিত্তিক প্রতিযোগিতায় প্রস্তুতকৃত শাপলা ফুলসমূহ ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত প্রতিটি শ্রেণিকক্ষের সামনে সাজিয়ে রাখতে হবে। অন্যান্য ফুল বিক্রিও করা যেতে পারে।
 মুক্তিযুদ্ধভিত্তিক গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কণ, একক অভিনয় ইত্যাদি ‘বিজয় ফুল’ তৈরির প্রতিযোগিতার ন্যায় অনুষ্ঠিত হবে। 
 দলগত প্রতিযোগিতায় একটি দলে সর্বোচ্চ ৬ (ছয়) জন শিক্ষার্থী থাকতে পারবে।
 প্রতিযোগিতার প্রতিটি পর্যায়ে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে প্রতিষ্ঠান প্রধান সনদ প্রদান করবেন। ১ম স্থান অধিকারিকে প্রাইজ বন্ড এবং প্রতিষ্ঠান প্রধান ও উপজেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরে সনদ প্রদান করা হবে।
 উৎসব অনুষ্ঠানের দিন অভিভাবকসহ মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পেশাজীবীদের আমন্ত্রণ জানাতে হবে।
 উৎসব ব্যয়ভার বহনের জন্য বিদ্যালয় প্রতি দুই হাজার টাকা সরকারি বরাদ্দ (উপজেলা নির্বাহি অফিসার মহোদয়ের মাধ্যমে) রাখা হয়েছে যা ভাউচার জমা দেওয়ার পরে প্রদান করা হবে।
 এ উৎসবের পাশাপাশি ০১-১৬ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে, উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে ‘বিজয় ফুল উৎসব’-এর আয়োজন করা হবে।

সংগ্রহে: মো: রিয়াজ হোসেন, সহকারী শিক্ষক, ২নং দক্ষিণ সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর, ঝালকাঠি।

সূত্রঃ বিধান চন্দ্র রায়

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
11/10/2018
আর্কাইভ তারিখ
31/12/2018